বাড়ি বানানোর সময় এইসব মারাত্মক ভুল করছেন না তো?
বাড়ি বানানো জীবনের সব থেকে বড়ো ইনভেস্টমেন্ট। কিন্তু কিছু সাধারণ ভুলের জন্যে এই বাড়ি হয়ে ওঠে আপনার জন্যে খরচের খাতা। এছাড়াও এমন কিছু ভুল অনেকেই করে থাকেন যার জন্যে সারা জীবন পস্তানো ছাড়া কিছু করার থাকে না।