বাড়ি বানানো বোধহয় জীবনের সব থেকে ব্যয়সাপেক্ষ ইনভেস্টমেন্ট। আর তাই আমরা সবসময় চাই সাধ্য মতো, সব থেকে দামী কাঁচামাল ব্যবহার করতে। তবে, মনে রাখবেন, একটা বাড়ি দীর্ঘস্থায়ী ও মজবুত তখনি হয়, যখন আপনি দামী নয়, সঠিক জিনিস ব্যবহার করবেন। আর সিমেন্ট হলো তার মধ্যে অন্যতম।
আমরা অনেকেই হার্ডওয়্যার দোকানে গিয়ে সব থেকে দামী সিমেন্ট কিনে নিয়ে আসি। কিন্তু মনে রাখবেন, সিমেন্ট অনেক প্রকারের হয় এবং একেক ধরণের সিমেন্টের একেক রকমের প্রয়োগ থাকে। একজন অভিজ্ঞ roof waterproofing Kolkata এক্সপার্টের মতে, ভুল জায়গায় ভুল সিমেন্ট যত দাম দিয়ে কিনেই ব্যবহার করুন না কেন, ঠিকঠাক মজবুতি, সৌন্দর্য্য বা স্থায়িত্ব পাবেন না। তাই আসুন জেনে নিই, কোন কাজের জন্যে কোন ধরণের সিমেন্ট ব্যবহার করা উচিত।
সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট — গ্রেড ৪৩
ভারত সরকার এই ধরণের সিমেন্ট কে ভারতীয় স্ট্যান্ডার্ড কোড 8112 দিয়েছে। এই কোড দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার সিমেন্ট সাধারণ পোর্টল্যান্ড মানের কি না, এবং এই কোড আপনি সিমেন্টের ব্যাগের গায়ে দেখতে পাবেন। এই সিমেন্ট আপনার বাড়ির অধিকাংশ কাজের জন্যেই যথেষ্ট ভালো, সে দেওয়ালে পলেস্তরা করা হোক, বা মেঝে তৈরী বা টাইলস এর তলার বেস। এই সিমেন্ট অন্যান্য সিমেন্টের থেকে তুলনামূলকভাবে সস্তা আর বাড়ির ভেতর ও বাইরের কাজেও ব্যবহার করা যায়। একজন building restoration Kolkata এক্সপার্টের ভাষায় আরেকটু বিশদে বলা যায়, যে এই সিমেন্ট ব্যবহারের ২৮ দিন পর ৪৩ মেগা পাস্কাল ওজন সইতে পারে যা মোটের ওপর বাস্তু বাড়ির জন্যে যথেষ্ট।
সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট — গ্রেড ৫৩
এটিও গ্রেড ৪৩ সিমেন্টের মতোই একই কাঁচামাল দিয়ে তৈরী করা হয়; তবে কাঁচামালের ভাগের সামান্য তারতম্য করে এটিকে আরো বেশি মজবুত করা হয়। তাই এই সিমেন্টকে ভারতীয় স্ট্যান্ডার্ড কোড 12269 দেওয়া হয়েছে। আমাদের roof waterproofing Kolkata ইঞ্জিনিয়ারের মতে, বাড়ির উঠোন, মেঝে এসবের জন্যে, যেখানে গাড়ি ঢোকাবেন, বা আলমারি, খাট ইত্যাদি রাখবেন, সেখানে জন্যে এই সিমেন্ট ব্যবহার করলে আরো বেশি মজবুতি পাবেন। বলার অপেক্ষা রাখে না, গ্রেড ৫৩ সিমেন্ট আগের গ্রেড ৪৩ সিমেন্টের থেকে কিছুটা দামি।
এগুলো পড়েছেন?
— দেওয়ালের ফাটল কোনো বিপদের চিহ্ন নয় তো? জানুন কারণ ও সমাধান
— বাড়ি রং করবেন? জানুন কখন, কোথায়, কিভাবে এবং কি রং করবেন
— বার বার দেওয়ালে নোনা লাগছে? জানুন সঠিক সমাধান
পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্ট
ভারতীয় স্ট্যান্ডার্ড কোড 1489 এর এই সিমেন্টের বৈশিষ্ট হোলো এর ঘনত্ব, যা ব্যবহৃত জায়গাকে করে নিশ্ছিদ্র ও দারুন মজবুত। এছাড়াও এর আরেক গুন হলো, এটি বাড়িকে সালফেটের সংক্রমণ থেকেও বাঁচায়। সাধারণতঃ বড়ো ধরণের কন্সট্রাকশনে এই সিমেন্ট বেশি ব্যবহৃত হয়, যেমন ব্রিজ, রাস্তা, ড্যাম ইত্যাদি, যেখানে ঘর্ষণ ও জল থেকে কনস্ট্রাশনকে বাঁচানোর প্রয়োজন থাকে। তবে আপনি চাইলে, এই সিমেন্ট বাড়ির ভিত্তি, সেফটি ট্যাঙ্ক, ছাদ ঢালাই বা নর্দমা তৈরির কাজেও ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, দামের দিক থেকে আহামরি পার্থক্য না থাকলেও, এই সিমেন্ট কিন্তু পলেস্তরা বা দেওয়াল গাঁথনিতে ব্যবহার না করাই ভালো।
পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট
ভারতীয় স্ট্যান্ডার্ড কোড 455 পেয়েছে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট। এর ফর্মুলা অনেকটা পোর্টল্যান্ড পোজোলোনা সিমেন্টের মতো হলেও, এতে কিছুটা স্টিল ইন্ডাস্ট্রির স্ল্যাগ বা ছাই মেশানো হয়, যা একধারে যেমন গ্লোবাল ওয়ার্মিং রোধ করতে কিছুটা সাহায্য করে, তেমনি, সিমেন্ট কে আরো বেশি মজবুত ও সহনশীল বানায়। বর্তমানে, বেশিরভাগ সাধারণ কন্সট্রাকশনের কাজই এই PSC সিমেন্ট দিয়ে হয়।
হোয়াইট সিমেন্ট
আয়রন অক্সাইড ও ম্যাঙ্গানিজ অক্সাইড দিয়ে তৈরী এই সাদা রঙের সিমেন্ট ভারতীয় স্ট্যান্ডার্ড কোড 8042 পেয়েছে। যদিও আমরা এই সিমেন্ট কে মেঝেতে নকশা করার জন্যে ব্যবহার করি, মনে রাখবেন এই সিমেন্ট কিন্তু অনেক মজবুত এবং অনেক উন্নত মানের। তাই এই সিমেন্টকে আমরা টাইলসের জয়েন্ট নিশ্ছিদ্র করার জন্যে ব্যবহার করি। এই সিমেন্ট খুব তাড়াতাড়ি জমে যায়, তাই একে আমরা সাধারণ সিমেন্টের পরিবর্তে ব্যবহার করি না। তবে এটাও ঠিক যে এই সিমেন্ট সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের থেকে অনেক দামি।
মনে রাখবেন, শুধু সিমেন্ট দিয়ে কিন্ত বাথরুম বা ছাদের ঠিকঠাক ওয়াটারপ্রুফিং করা খুব ভালো সমাধান নয় — বিশেষ করে যদি আপনার বাড়ি হয় পুরানো। তার জন্যে আপনার দরকার doctor fixit dampguard Kolkata বা অন্য কোনো ব্যবস্থা, যা একজন অভিজ্ঞ ওয়াটারপ্রুফিং এক্সপার্টই আপনাকে বলে দিতে পারবে।