পুরোনো বাড়িতে ঢেলে সাজাচ্ছেন? কিছু বিষয় যা হয়তো আপনার মিস্ত্রি জানেই না

building restoration Kolkata - procontechservices.com

পুরোনো বাড়ি ভেঙ্গে নতুনভাবে তৈরী করার ইচ্ছে থাকলেও বহু ক্ষেত্রেই সেটা সম্ভব হয় না। বিপুল খরচ, পুরোনো স্মৃতি, বাড়ির কাজ চলা কালীন থাকার অসুবিধা, পৌরসভার বাধা এবং আরও নানান বিষয় মাথায় রেখে আপনি হয়তো বাড়ি রেনোভেশন করানোর পরিকল্পনা করছেন। কিন্তু পুরোনো বাড়ি সঠিক ভাবে, নিরাপদ ভাবে রেনোভেশন করিয়ে আপনার পুরোনো ঘরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্যে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আসুন জেনে নিই building restoration Kolkata এর ইঞ্জিনিয়ার কি বলছেন।

পরিকল্পনা হোক বিজ্ঞানভিত্তিক

আপনার স্বপ্ন অনেক বড়ো হতেই পারে। কিন্তু তা হতে হবে বিজ্ঞানের উপর ভিত্তি করে। আপনার বাড়ির কাঠামোর মজবুতি, ভিত্তির অবস্থা এবং আরও অনেক কিছু সমস্যার কথা মাথায় রেখে আপনাকে পরিকল্পনা করতে হবে। একজন reconstruction of old buildings Kolkata-এর অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কথায়, পুরোনো বাড়িতে যেকোনো ধরণের পরিবর্তন করতে হলে ইন্টারন্যাশনাল কোড অফ প্র্যাক্টিস ফলো করতে হয়, যাতে হিতে বিপরীত না হয়ে যায়। ধরুন আপনার বাড়ি সঠিকভাবে কলাম দিয়ে তৈরী নয় এবং ভিতও যথেষ্ট ওজন বহন করার মতো নয়। সেক্ষেত্রে আপনি বাড়ি দোতলা করতে চাইলেই করতে পারেন না, অতিরিক্ত ওজনের চাপে বাড়ি ভেঙ্গে পড়ার সম্ভাবনা প্রবল — হয় আপনাকে এই সমস্যাগুলোর সমাধান আগে করতে হবে অথবা আপনার এই পরিকল্পনা ত্যাগ করতে হবে।

বাড়ির মজবুতি বাড়ানো সব থেকে জরুরি

একটা জানালা কে কেটে দরজা বানানো, বা সিমেন্টের মেঝে ভেঙ্গে টাইলস বসানো, বা পুরোনো পলেস্তরা ছাড়িয়ে নতুন পলেস্তরা করাকে সঠিক অর্থে রিনোভেশন বলে না। এটাকে সাধারণ ভাষায় বাড়ির রিপেয়ারিং বলে। রেনোভেশন করার প্রাথমিক কাজগুলো হলো বাড়ির পরিকাঠামো মজবুত করা, কিছু নতুন সুবিধা (বাথরুম, কিচেন, লিভিং রুম, সিঁড়ি ইত্যাদি) যোগ করা, এবং অবশ্যই বাড়ির সৌন্দর্য বাড়ানো। আর তাই সব থেকে আগে নজর দিন বাড়ির মজবুতি এবং আয়ু বাড়ানোতে।

এগুলো পড়েছেন?

>> বাড়ি বানানোর সময় এইসব মারাত্মক ভুল করছেন না তো?

>> বাড়ি রং করবেন? জানুন কখন, কোথায়, কিভাবে এবং কি রং করবেন

>> বাড়ির রঙ খারাপ হয়ে যাচ্ছে? জানুন কারণ ও সমাধান

বাড়ির স্পেস ম্যানেজমেন্টে নজর দিন

পুরোনো বাড়ি অনেকটা জায়গা জুড়ে তৈরী হলেও তাতে ফ্লোর-স্পেসের সঠিক ভাবে ব্যবহার করা হতো না। তাই আপনি যখন খরচ করছেনই তখন ভালোভাবে কোনো সিভিল ইঞ্জিনিয়ারের সঙ্গে বসে আলোচনা করে দেখুন, কোনোভাবে আপনার বাড়ির স্পেস ম্যানেজমেন্ট আরেকটু ভালো করা যায় কি না। একটা বীভৎস বড়ো রুমকে কেটে একটা এটাচ বাথরুম বানানো, বারান্দার কিছুটা জায়গা কেটে একটা স্মার্ট কিচেন বানানো বা আরো অনেক কিছুই করা যেতে পারে। আমাদের roof waterproofing Kolkata এক্সপার্টের মতে, আপনার পরিকল্পনা যত ভালো হবে, ততো কম খরচে ভালো ডিজাইনের বাড়ি পাবেন।

নতুন ফিচার যোগ করুন

ড্রেনেজ সিস্টেম হোক, বা কনসিল্ড প্লাম্বিং, বা মডার্ন বাথরুম, রেনোভেশনের সময় এইধরণের নতুন ফিচার অবশ্যই মাথায় রাখুন। কথা বলুন আপনার crack treatment in building Kolkata এক্সপার্টের সঙ্গে এবং জানুন আপনার বাড়িতে কি কি নতুন সুবিধা যোগ করা যেতে পারে। সঠিক পরিকল্পনা করে যদি বাড়ির রিনোভেশন করেন, তো আপনার বাড়ি নতুন বাড়ির থেকে কিছু কম যাবে না আর আপনার স্বপ্নও হবে পূরণ — তাও আবার অর্ধেকেরও কম খরচে।