গ্রীষ্মে বাড়ির ভেতর হাসফাস করা শুরু করলেই মনে পড়ে সানশেডের কথা। তারপর বর্ষায় যখন ছাদ চুঁইয়ে জল পড়ে, সিলিঙে ছোপ ছোপ দাগ হয়ে যায়, তখন শুরু হয় প্ল্যানিং। আর পুজোর আগে শিরশিরে হওয়া শুরু হতেই সব ভ্যানিশ।
হ্যাঁ, সানশেড বা রুফ শেড (roof shade)। নাম থেকেই বোঝা যায়, ছাদের এই শেডের প্রধান কাজ-ই হলো রোদের চরম তাপ থেকে ছাদকে বাঁচানো আর বাড়ি ঠান্ডা রাখা। আর তাই ভাবছেন এবার সব কিছুর থেকে মুক্তি পেতে বাড়ির ছাদে লাগাবেনই করোগেটেড শীটের সানশেড (Corrugated Sheet Sunshade), তাইতো? তাহলে আপনার বেশ কিছু জিনিস অবশ্যই জেনে রাখা উচিত। নাহলে একদিকে যেমন খরচ হবে বেশি, তেমনি অনেক কিছু মারাত্মক ভুলও করে ফেলতে পারেন যা বিপদের কারণ হতে পারে, জানালেন আমাদের একজন অভিজ্ঞ roof waterproofing Kolkata ইঞ্জিনিয়ার।
সানশেডের কাজ কি শুধুই রোদ-জল থেকে বাঁচানো?
রোদ ও বৃষ্টি থেকে আপনার বাড়িকে বাঁচানো অবশ্যই এর প্রাথমিক কাজ। তবে এর আরো নানান দুর্দান্ত উপযোগিতা আছে। আপনি আপনার বাড়ির ছাদে বছরের যেকোনো সময় ছোটোখাটো পার্টি, যেমন জন্মদিন, পুজো, বার্ষিকী এমনকি পিকনিক অব্দি করার জন্যে এক দারুন জায়গা পেয়ে যাবেন। আপনি যদি গাছ লাগানোর সৌখিন হন, তাহলে ছাদে পুরো বাগান তৈরী করে ফেলতে পারেন। এছাড়াও সানশেড থাকলে আপনি সকাল বিকেল যোগ-ব্যায়াম, গল্প-আড্ডা এমনকি জিম করারও এক দারুন জায়গা পেয়ে যাবেন। আর আপনার বাড়ির ছাদের আয়ুতো অবশ্যই বাড়বে, যা খুবই গুরুত্ত্বপূর্ণ।
যেকোনো বাড়ির ছাদে সানশেড লাগানো যেতে পারে?
মনে রাখবেন সানশেডের একটা মেটালের ফ্রেমের ওপর বসানো হয় এবং সাধারণত ওপরে যে শেড ব্যবহার করা হয়, তাও হয় মেটালের। অর্থাৎ খুব বেশি না হলেও এর একটা ওজন তো থাকেই। তার ওপর এই সানশেড ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকার মতো মজবুত বানাতে হয়, তাই খুব হালকা জিনিসের ফ্রেমে করা উচিত নয়। আর এই কারণেই পুরোনো বাড়ির ওপর লাগাতে গেলে বাড়ির ওজন নেওয়ার ক্ষমতা একটু যাচাই করে নেওয়া উচিত। এছাড়াও, একজন roof repairing services Kolkata ইঞ্জিনিয়ারের মতে, ঝড় প্রবন এলাকায় বাড়ির উচ্চতাও মাথায় রাখা উচিত। কারণ বাড়ির উচ্চতা যতো বেশি হবে, ঝড়ের তীব্রতা ততই বেশি হবে।
তাহলে সানশেড কি ঝড়ের বেগ সামলাতে পারে না?
না, ভুল বুঝলেন। সঠিকভাবে তৈরি সানশেড আপনার এলাকার সমস্ত ঝড় সুন্দর সামলে নেবে। কিন্তু শর্ত হচ্ছে, আপনার বাড়ির ছাদ যথেষ্ট মজবুত এবং সানশেডের পরিকাঠামো বৈজ্ঞানিক ভাবে তৈরী যাতে ঝড়ের বেগের বিরুদ্ধে মজবুতভাবে দাঁড়িয়ে থাকে। এছাড়াও আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ঝড়ের হওয়া কোথাও খুব বাধাপ্রাপ্ত না হয়; নতুবা বড়ো ধরণের ঝড়ে আপনার পরিকাঠামোর এমনকি বাড়িরও ক্ষতি হতে পারে। সাধারণতঃ এই বায়ুগতিবিদ্যা (এরোডাইনামিক্স)-এর ব্যাপারে লোকাল মিস্ত্রিরা খুব একটা বোঝেনা এবং আপনাকে মারাত্বক বিপদের মুখে ঠেলে দেয়, জানালেন home repair service near me Kolkata এর একজন সিভিল ইঞ্জিনিয়ার। আজকের দিনে, যখন প্রায় প্রতি বছর বাংলায় সাইক্লোনের আক্রমণ হচ্ছে, আপনার এই বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে ভাবা উচিত।
এই লেখাগুলো পড়েছেন?
- স্মার্ট কিচেন বানাচ্ছেন? জেনে নিন কি কি বিষয় মাথায় রাখতে হবে
- সত্যিই কি বাড়ির কাজে রাজমিস্ত্রির বদলে ইঞ্জিনিয়ার ডাকার দরকার আছে
- বাড়ির মেঝে রাস্তার থেকে নিচু? বাড়ি লিফ্টিং করে চিরস্থায়ী সমাধান করুন
- পুরোনো বাড়ি রিনোভেশন করাচ্ছেন? কিছু অতি-প্রয়োজনীয় বিষয় জেনে নিন
আচ্ছা, সানশেড লাগালে কি বাজ পড়ার সম্ভাবনা বেড়ে যায়?
যেহেতু অধিকাংশ সানশেড মেটাল শীটের তৈরী হয়, তাই অনেকেই ভাবেন যে এতে বাজ পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে বিশেষজ্ঞদের মতে, আপনার কংক্রিটের বাড়িতে বাজ পড়ার যা সম্ভাবনা, এতেও একই সম্ভাবনা — যেটা পার্থক্য হয় সেটা হলো সানশেড লাগালে আপনার বাড়ির উচ্চতা আরেকটু বেড়ে যায়। তবে বাড়িতে সক্রিয় এবং বৈজ্ঞানিকভাবে তৈরী আর্থ থাকলে ভয়ের কিছু নেই। আমাদের ইঞ্জিনিয়ার কৌশিক সরকারের কথায়, বাড়িতে সঠিক আর্থ না থাকলে বাজ পড়ুক বা না পড়ুক আপনি ও আপনার পরিবার সুরক্ষিত নয়।
তাহলে সানশেড লাগালে ছাদের লিকেজ থেকে মুক্তি, তাইতো?
মোটেও না। হয়তো ছোটোখাটো বৃষ্টিতে আপনার বাড়ির ছাদ সেভাবে ভিজবে না। কিন্তু যেহেতু সানশেডের চারপাশ খোলা থাকে তাই অধিকাংশ ক্ষেত্রেই বৃষ্টির জল আপনার ছাদে আসে। তাই লিকেজ থাকলে আগে তার সঠিক রিপেয়ারিং করান, তারপর সানশেড লাগাবেন। অনেক ক্ষেত্রে সানশেড লাগানোর আগে Asian Paints roof waterproofing Kolkata লাগিয়ে নিতে বলা হয়, যাতে আপনার ছাদের স্বাস্থ্য ও সৌন্দর্য দুই বাড়ে। তবে কি করা উচিত বা অনুচিত তা সঠিকভাবে একজন ইঞ্জিনিয়ারি বলতে পারি।
মেটাল না ফাইবার — কোনটা ভালো?
আপনি যদি দীর্ঘমেয়াদি সমাধান চান, তাহলে করোগেটেড মেটাল শীটের শেড সবথেকে ভালো। তবে, এতে রোদের আলো আসে না, তাই শীতকালে অনেকে রোদের সুখভোগ করতে পারেন না। তাছাড়াও ছাদবাগান থাকলে যেসব গাছ সরাসরি সূর্যের আলো না পেলে ঠিকঠাক বাড়ে না, তাদের জন্যেও অসুবিধাজনক। উল্টোদিকে ফাইবারের শেড আপনাকে সূর্যের প্রাকৃতিক আলো পেতে অবশ্যই সাহায্য করবে। তবে বাঁদরের অতিরিক্ত উৎপাত, শিলাবৃষ্টি, জোরালো ঝড় এসবের ক্ষেত্রে ফাইবারের শীটে একটু দুশ্চিন্তা থেকেই যায়।